×

খবর

৯ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসকদের বিক্ষোভ

Icon

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন চিকিৎসকরা। গতকাল বুধবার সকালে সাধারণ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সমাজের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা। চিকিৎসকদের পূর্বঘোষিত কর্মসূচি ‘মার্চ টু বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)’ পালনে সংস্থাটির সামনে অবস্থান নেয়ার কথা ছিল তাদের। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা।

কর্মসূচি প্রসঙ্গে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের আহ্বায়ক ডা. মো. শাহেদ রফি পাভেল বলেন, আমরা শুরুতে বিএমডিসিতে জড়ো হওয়ার কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু সেখানে ডিপ্লোমাধারীরাও পাল্টা কর্মসূচি দেয়। আমরা দেখতে পাচ্ছি এই কর্মসূচিকে ঘিরে অনেকেই ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছেন। দেশের সাধারণ চিকিৎসক ও ছাত্রছাত্রীদের এই মুভমেন্টকে আওয়ামী লীগের ষড়যন্ত্র বানাতে চান কেউ কেউ। আমরা চাই, চিকিৎসক ও ছাত্রসমাজ তাদের অধিকার আদায়ের আন্দোলনে এমন কোনো কালিমা না পাক- যা ভবিষ্যতের পথগুলো বন্ধ করে দেয়।

তিনি আরো বলেন, আশা করব, এই সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ সবাই দেশের সাধারণ চিকিৎসক ও ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন। আমরা সবার সহযোগিতা চাই।

চিকিৎসকরা বলেন, অনেক মেডিকেল কলেজ চিকিৎসকদের বেতন ভাতা দিচ্ছে না। এসব মেডিকেলকে বিচারের মুখোমুখি করতে হবে। প্রয়োজনে তাদের বন্ধ করে দিতে হবে। ডিপ্লোমাদের জন্য আলাদা কাউন্সিল করতে হবে। এ সময় বিএমডিসি অ্যাক্ট পরিবর্তনের দাবি তুলেন তারা। সে পর্যন্ত বিএমডিসিকে নিষ্ক্রিয় রাখারও আহ্বান করেন।

সমাবেশ থেকে বিএমডিসি কর্তৃক ম্যাটস, ডিএমএফ ও টুএমপি পাস করা এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাক্টিশনার হিসেবে বিবেচনা করায় তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া নিজেদের অস্তিত্ব ও অধিকার আদায়ের লড়াইয়ে সবার সহযোগিতা কামনা করেন চিকিৎসকরা। তারা বলেন, চিকিৎসক ছাড়া অন্য স্বাস্থ্যকর্মীদের সাদা অ্যাপ্রোন পরা ও নামের আগে ডাক্তার পদবি লেখার কোনো অধিকার নেই।

চিকিৎসকদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে- এমবিবিএস ও বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করা যাবে না; স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে ডাক্তার ব্যতীত স্বাস্থ্যসেবা বন্ধ করা; ইউনিয়ন পর্যায়ে ডাক্তার দ্বারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা; প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি ওষুধ বিক্রি করতে পারবে না; বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামো নিশ্চিত করা (মেডিকেল অফিসার, সিনিয়র মেডিকেল অফিসার, সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রার); অভিজ্ঞতার আলোকে পদোন্নতি নিশ্চিত করা; বিএমডিসি ব্যতীত ভুল চিকিৎসা বলার অধিকার কারোর নেই; বেসরকারি হাসপাতালে ডাক্তার দ্বারা চিকিৎসাসেবা নিশ্চিত করা; স্বাস্থ্য সুরক্ষা আইন/নীতিমালা প্রণয়ন করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন নিহত

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন নিহত

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App