×

খবর

জাতিসংঘ তদন্ত দল আসছে আজ

Icon

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার তদন্তের জন্য জাতিসংঘ কারিগরি বিশেষজ্ঞ দল আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে। তারা প্রাথমিকভাবে তথ্যানুসন্ধানের কাজ করবে।

গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের জেনেভা মিশন থেকে তিন সদস্যের প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে। কারিগরি বিশেষজ্ঞ দলের সফরের পর ঢাকায় আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সেই টিমই চূড়ান্তভাবে হত্যার তদন্ত করবে। কারিগরি বিশেষজ্ঞ দলটি মূলত চূড়ান্তভাবে তদন্তের জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে। পরবর্তীতে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চূড়ান্তভাবে তদন্তের কাজটি করবে।

এ বিষয়ে গতকাল বুধবার বিকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, প্রতিনিধি দলটি ঢাকা থাকার কথা আগামী ২৮ আগস্ট পর্যন্ত। এ সময়ে তারা সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করবেন। কয়েকজন উপদেষ্টার সঙ্গেও দেখা করার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব আরো বলেন, ছাত্র আন্দোলনে সহিংসতা, মৃতের সংখ্যা সব সার্বিক বিষয়ে তদন্ত করতে চায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন সংস্থাটির হাইকমিশনার ফলকার টুর্ক। এ নিয়ে ড. ইউনূসের সঙ্গে ফোনেও আলাপ করেন। সেই ধারাবাহিকতায় আসছে প্রতিনিধি দল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যেতে পারেন। জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তের স্বার্থে জাতিসংঘকে সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। সরকারের চাওয়া একটা নিরপেক্ষ তদন্ত হবে। এ সরকারের অবস্থান খুবই পরিষ্কার ও স্বচ্ছ। যারা এ অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং এ কাজে জাতিসংঘ সহায়তা করুক, এটা নিয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানিয়েছিলেন, জাতিসংঘের কারিগরি বিশেষজ্ঞ দল এসে প্রাথমিক তদন্তের কাজ করবে। তাদের ম্যান্ডেট কী হবে, কীভাবে তারা সরকারের সঙ্গে কাজ করবেন, এ বিষয়ে আরো আলোচনা হবে। প্রতিনিধি দল প্রাথমিক তদন্তের কাজের পাশাপাশি তাদের টার্মস অব রেফারেন্স (কাজের পরিধি), কাজের সময়সীমাসহ নানা বিষয়ে আলোচনা করে তা চূড়ান্ত করবে। প্রসঙ্গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৬৩০ জনেরও বেশি ছাত্র-জনতার প্রাণহানি ঘটে বলে জানিয়েছে জাতিসংঘ। এসব লোক নিহত হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App