পরিকল্পনা উপদেষ্টা
মেগা প্রকল্পের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : মেগা প্রকল্পের সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বর্তমানে যেসব প্রকল্প একনেকে যাওয়ার জন্য অপেক্ষমান আছে, সেগুলো আবারো পর্যালোচনা করা হবে। তিনি বলেন, ঠিকাদারদের স্বার্থে বড় (মেগা) প্রকল্প নেয়া হয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে নেয়া হয়নি। মেগা প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, এগুলো নিয়ে এগুব নাকি এগুব না। জিডিপি বাড়ানোর চেয়ে কর্মসংস্থান বাড়ানোকে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে গতকাল সোমবার পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মেগা প্রকল্প বা বড় প্রকল্পের বিষয়ে কোনো নীতি নেই। এগুলো নির্ভর করবে কোন পর্যায়ে আছে। প্রকল্পের বিষয়ে সময় একটা বড় বিষয়। এটা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে এগুলো নিয়ে এগুব নাকি এগুব না। কিছু খরচ হয়ে গেলেই প্রকল্প শেষ করতে হবে বিষয়টা এমন নয়। কিন্তু যৌক্তিক অর্থনৈতিক বিবেচনা হলো- কত খরচ করেছি তা না, বাকি কাজ করতে কত লাগবে এটা বড় বিষয়। পুরো প্রকল্প থেকে কত সুবিধা পাব এটাই বিষয়। প্রকল্পে লাভ-ক্ষতি দেখতে হবে। উপদেষ্টা বলেন, বড় প্রকল্পে নকশা কেন সংশোধন করা হলো- এটা আমরা ক্ষতিয়ে দেখব। ভবিষ্যতে যাতে ভুল না করি এটা নিয়ে প্রতিবেদন তৈরি করব।
পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন, অনেক বড় প্রকল্পে সমস্যা আছে। যে প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া হয়েছে এটা স্কুটিনি করে ছাটাই করতে হবে।
তিনি বলেন, প্রকল্পে নকশা, ব্যয়, সময়সীমা নিয়ে অনিয়ম আছে। অনেক প্রকল্পে দুর্নীতি আছে, যা কম খরচে হতে পারত।
দাতা সংস্থাদের ঋণের বিশাল অর্থ পাইপলাইনে আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এগুলো কাজে লাগানোর চেষ্টা করতে হবে। বিশ্বের মধ্যে বাংলাদেশে প্রকল্পে বেশি খরচ হয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, অনেক প্রকল্প আছে, কেন আছে জানি না। দেশীয় ঠিকাদার আছে সেগুলো বাদ দেয়া হবে। প্রকল্প ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয়।
এ সময় বিবিএসের প্রকাশিত তথ্যের সমালোচনা করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। বলেন, বিবিএস প্রকাশিত মূল্যস্ফীতি-জিডিপি সূচক নিয়ে বহুদিন ধরে সন্দেহ আছে। এগুলো সঠিক তথ্য দেয় না। এগুলো সমন্ধে সব জানি। বহুদিন ধরে কাজ করেছি, এখন সরাসরি কাজ করব। কোথায় ত্রæটিবিচ্যুতি আছে, ইচ্ছেকৃতভাবে এটা করা হচ্ছে কিনা দেখা হবে।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, জিডিপি বাড়ানোর চেয়ে কর্মসংস্থান বাড়ানোকে গুরুত্ব দিতে হবে। আগে বিদেশি ঋণের দায়, অর্থনৈতিক সুবিধা বিবেচনা না করে অনেক বড় প্রকল্প করা হয়েছে বলে জানান তিনি।