×

খবর

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা

Icon

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা

কাগজ প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। মুখে মাক্স পরে এবং হাতে লাঠিসোটা নিয়ে তারা মিডিয়া কমপ্লেক্সের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার আকস্মিকতায় ৭টি মিডিয়া প্রতিষ্ঠানের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। গতকাল সোমবার দুপুর ৩টার দিকে দুর্বৃত্তরা এই হামলা চালায়। কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও- এই ৭টি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক হায়দার আলী জানান, দুপুর ৩টার দিকে আকস্মিকভাবে প্রায় দেড়শ মানুষ একটি মিছিল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের সামনে আসে। এ সময় তাদের সবার মুখে মাক্স এবং হাতে লাঠিসোটা ছিল। তারা সেøাগান দিতে দিতে জোরপূর্বক প্রধান গেট খুলে কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা এলোপাথাড়ি ভাঙচুর চালাতে শুরু করে। হামলাকারীরা নিচতলায় রেডিও ক্যাপিটাল অফিসের ভেতরে ঢুকে এলোপাথাড়ি ভাঙচুর শুরু করে। সেখানে চেয়ার, টেবিল, কম্পিউটার, এসি, অন্যান্য আসবাবপত্র, সম্প্রচার যন্ত্রপাতি, ভবনের কাঁচের দেয়াল ও সামনে থাকা ১২টি গাড়িসহ সবকিছু ভেঙে তছনছ করে দেয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, গণমাধ্যমে কেন এই হামলা চালানো হয়েছে, তা আমরা এখনো বুঝতে পারছি না। হামলাকারীরা কেউ ছাত্র ছিল বলে আমাদের মনে হয়নি। তারা কোনো এক সিন্ডিকেটের এবং পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে বলে মনে হয়েছে। কালের কণ্ঠ পত্রিকাটি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছে। সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির বিষয়টি আমরাই প্রথম জনসম্মুক্ষে এনেছি। ছাত্র আন্দোলনের সময় আমরাও শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সমর্থন দিয়েছি। তারপরও এ ধরনের হামলা হলো কেন জানি না। আমরা এই নিন্দা জানাই।

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক কর্মী জানান, হামলাকারীরা কেউ ছাত্র না। তাদের দেখে ছাত্র বলে মনে হয়নি। তারা প্রত্যেকেই মধ্যবয়সি মানুষ। তারা ভবনের ভেতরে হামলা চালানোর পর সামনে রাখা ১৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর করেছে। ভবনের কাঁচের দেয়াল ও দরজা ভেঙে ফেলেছে। এ সময় গোটা মিডিয়া হাউসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। হামলার পুরো দৃশ্য সিসিটিভিতে আছে। আমরা তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেব। আমরা হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ঘটনার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ পাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কোনো শিক্ষার্থী গণমাধ্যম অফিসে এমন হামলা চালাতে পারে না বলে মনে করছে তারা।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর একাধিক গণমাধ্যম অফিসে এবারই একের পর এক হামলার ঘটনা ঘটছে। ইতোপূর্বে বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও কখনো কোনো গণমাধ্যম অফিসে হামলার ঘটনা ঘটেনি। গণমাধ্যম অফিসে হামলার ঘটনা বন্ধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন গণমাধ্যমের বিভিন্ন সংগঠন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের প্রশংসায় যা বললেন অশ্বিন

বাংলাদেশের প্রশংসায় যা বললেন অশ্বিন

রাজপাকসের ক্ষমতাচ্যুতির পর শ্রীলংকায় প্রথম ভোট আজ

রাজপাকসের ক্ষমতাচ্যুতির পর শ্রীলংকায় প্রথম ভোট আজ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

পার্বত্য জেলায় সংঘর্ষ:  নিহত ৪, আহত অর্ধশতাধিক

পার্বত্য জেলায় সংঘর্ষ: নিহত ৪, আহত অর্ধশতাধিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App