সাবেক দুই মন্ত্রীসহ আরো পাঁচজনের ব্যাংক হিসাব জব্দ
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিদবেদক : সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপনসহ পাঁচজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের অন্যান্য সদস্য ও মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। অন্য তিনজন হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ও সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসান।
দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে গতকাল সোমবার এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।