বিএসএমএমইউ ও বুয়েট উপাচার্যের পদত্যাগ
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মুজমদার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ড. দীন মো. নুরুল হক পদত্যাগ করেছেন। গতকাল রবিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশের শীর্ষ এ দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। পদত্যাগের কারণ সম্পর্কে ডা. দীন মো. নুরুল হক বলেছেন, বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিতে আমি মনে করছি আমার আর এই পদে থাকা উচিত হবে না। তাই নিজেই পদত্যাগপত্র স্বাক্ষর করে মন্ত্রণালয়ে গিয়ে দিয়ে এসেছি। আর বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মুজমদার বলেছেন, ব্যক্তিগত সমস্যার কারণে বুয়েটের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।
এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল পদত্যাগ করেছেন বিএসএমএমইউর উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপউপাচার্য (একাডেমি) অধ্যাপক ডা. আতিকুর রহমান, উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামন খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান ও প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল পদত্যাগ করেন।