শোক দিবস পালন
চট্টগ্রামে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে হামলা
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম অফিস : শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা মোমবাতি প্রজ্বালন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর চেড়াগি পাহাড় এলাকায় বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট নিহতদের স্মরণে এই আয়োজন করেন তারা। এ সময় বিএনপি কর্মীরা সংস্কৃতিকর্মীদের ওপর হামলা চালায়। গতকাল সন্ধ্যায় মোমবাতি প্রজ¦ালনের পাশাপাশি সংস্কৃতি কর্মীরা ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’- এই গান গেয়ে শ্রদ্ধা ও প্রতিবাদ জানান। এ সময় মোমিন রোড এলাকার কয়েকজন বিএনপি কর্মী এই অনুষ্ঠান বন্ধ করার জন্য হুমকি দেন। তারা গালাগাল করতে করতে লাঠিসোটা নিয়ে সংস্কৃতিকর্মীদের সমাবেশে হামলা চালান। সংস্কৃতিকর্মীরা প্রতিবাদ জানিয়ে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিলে বিএনপি কর্মীরা সেখানে কর্তব্যরত সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের ওপর হামলা চালায়। তাদের এই হামলায় আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীল, অনুপম বড়–য়া, তামান্নাসহ কয়েকজন আহত হন।