ঐক্য পরিষদের বিবৃতি
ঋত্বিক ঘটকের বাড়ি গুঁড়িয়ে দেয়ার নিন্দা
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : বরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের রাজশাহীর মিয়াপাড়া এলাকার পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংগঠনের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বাংলা ও বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধ্বংসের যে অপচেষ্টা চালানো হচ্ছে এ ঘটনা তারই এক প্রকৃষ্ট উদাহরণ।
পরিষদ অনতিবিলম্বে ঋত্বিক ঘটকের বাড়ির স্থানে তার নামে কমপ্লেক্স করার যে আশ্বাস প্রশাসন চলচ্চিত্র ও সংস্কৃতি কর্মীদের দিয়েছেন তা অতি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।