বিইআরসি পুনর্গঠন দাবি
চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ অনুযায়ী কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ, যুগোপযোগী ও দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ ও কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ সংক্রান্তে প্রতিষ্ঠানটি চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এ সরকারের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ দেশ ও জনগণের সার্বিক মঙ্গল সাধিত হবে বলে সবাই বিশ্বাস করে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি, ওই খাতে ব্যবস্থাপনা, ট্যারিফ নির্ধারণে স্বচ্ছতা আনয়ন, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, সেবার মান উন্নয়ন, সর্বোপরি এ খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ (২০০৩ সালের ১৩ নম্বর আইন) এর মাধ্যমে একটি স্বাধীন ও নিরপেক্ষ রেগুলেটরি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতিষ্ঠা করা হয়। তবে এই আইন লঙ্ঘন করে বিগত সরকার শুধু রাজনৈতিক বিবেচনায় কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করে। বিগত সরকারের লেজুড়বৃত্তির কারণে কমিশন বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করতে পারেনি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে কমিশনের চেয়ারম্যান বিভিন্ন সময়ে প্রকাশ্যে নানাবিধ নেতিবাচক মন্তব্য করেছেন। ফলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে ভোক্তা স্বার্থ সংরক্ষণে কমিশনকে দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান কমিশন পুনর্গঠনের জন্য অতি জরুরি ভিত্তিতে নি¤œবর্ণিত পদক্ষেপ নেয়া প্রয়োজন।
বিইআরসির দাবিগুলো হলো- ১. বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ এর ধারা ৭ লঙ্ঘন করে বিগত সরকারের মদতপুষ্ট অযোগ্য ও স্বৈরাচার চেয়ারম্যান এবং অন্য সদস্যদের নিয়োগ বাতিল করে আইনানুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে কমিশন পুনর্গঠনপূর্বক দক্ষ ও শক্তিশালী করতে হবে; ২. বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ লঙ্ঘন করে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়ামজাত পদার্থের ট্যারিফ বিগত সরকার নির্ধারণ করার সিদ্ধান্ত বাতিল করে আইনানুযায়ী এনার্জির (বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়ামজাত পদার্থ) ট্যারিফ নির্ধারণের কার্যক্রম স্বার্থসংশ্লিষ্টদের শুনানি/মতামতের ভিত্তিতে বিইআরসির মাধ্যমে সম্পাদন করতে হবে; ৩. ভোক্তার স্বার্থ সংরক্ষণ, বিদ্যুৎ-জ্বালানি খাতের সুশাসন নিশ্চিত করাসহ রেগুলেটরি কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কমিশনের জনবল কাঠামো যুগোপযোগী ও সংস্কার করতে হবে; ৪. কমিশনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বঞ্চিত করে অন্য সংস্থা/দপ্তর থেকে প্রেষণ/সংযুক্তিতে নিয়োগ বন্ধ করতে হবে।
এদিকে এই দাবি আদায়ের লক্ষ্যে কমিশন কর্মসূচি দিয়েছে। কর্মসূচির মধ্যে গতকাল বুধবার কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে আগামী ১৮ আগস্ট থেকে কমিশনের সব কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন শুরু করবে।