×

খবর

বিইআরসি পুনর্গঠন দাবি

চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম

Icon

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ অনুযায়ী কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ, যুগোপযোগী ও দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ ও কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ সংক্রান্তে প্রতিষ্ঠানটি চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এ সরকারের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ দেশ ও জনগণের সার্বিক মঙ্গল সাধিত হবে বলে সবাই বিশ্বাস করে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি, ওই খাতে ব্যবস্থাপনা, ট্যারিফ নির্ধারণে স্বচ্ছতা আনয়ন, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, সেবার মান উন্নয়ন, সর্বোপরি এ খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ (২০০৩ সালের ১৩ নম্বর আইন) এর মাধ্যমে একটি স্বাধীন ও নিরপেক্ষ রেগুলেটরি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতিষ্ঠা করা হয়। তবে এই আইন লঙ্ঘন করে বিগত সরকার শুধু রাজনৈতিক বিবেচনায় কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করে। বিগত সরকারের লেজুড়বৃত্তির কারণে কমিশন বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করতে পারেনি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে কমিশনের চেয়ারম্যান বিভিন্ন সময়ে প্রকাশ্যে নানাবিধ নেতিবাচক মন্তব্য করেছেন। ফলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে ভোক্তা স্বার্থ সংরক্ষণে কমিশনকে দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান কমিশন পুনর্গঠনের জন্য অতি জরুরি ভিত্তিতে নি¤œবর্ণিত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

বিইআরসির দাবিগুলো হলো- ১. বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ এর ধারা ৭ লঙ্ঘন করে বিগত সরকারের মদতপুষ্ট অযোগ্য ও স্বৈরাচার চেয়ারম্যান এবং অন্য সদস্যদের নিয়োগ বাতিল করে আইনানুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে কমিশন পুনর্গঠনপূর্বক দক্ষ ও শক্তিশালী করতে হবে; ২. বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ লঙ্ঘন করে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়ামজাত পদার্থের ট্যারিফ বিগত সরকার নির্ধারণ করার সিদ্ধান্ত বাতিল করে আইনানুযায়ী এনার্জির (বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়ামজাত পদার্থ) ট্যারিফ নির্ধারণের কার্যক্রম স্বার্থসংশ্লিষ্টদের শুনানি/মতামতের ভিত্তিতে বিইআরসির মাধ্যমে সম্পাদন করতে হবে; ৩. ভোক্তার স্বার্থ সংরক্ষণ, বিদ্যুৎ-জ্বালানি খাতের সুশাসন নিশ্চিত করাসহ রেগুলেটরি কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কমিশনের জনবল কাঠামো যুগোপযোগী ও সংস্কার করতে হবে; ৪. কমিশনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বঞ্চিত করে অন্য সংস্থা/দপ্তর থেকে প্রেষণ/সংযুক্তিতে নিয়োগ বন্ধ করতে হবে।

এদিকে এই দাবি আদায়ের লক্ষ্যে কমিশন কর্মসূচি দিয়েছে। কর্মসূচির মধ্যে গতকাল বুধবার কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে আগামী ১৮ আগস্ট থেকে কমিশনের সব কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন শুরু করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

রিমান্ড শুনানিতে শ্যামল দত্ত পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App