বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
অব্যাহত আছে সার্বিক কার্যক্রম
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলনের বিজয়পরবর্তী সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব কার্যক্রম অব্যাহত আছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব শিডিউল ফ্লাইট নিয়মিত পরিচালিত হচ্ছে। ফ্লাইট পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের জন্য বিমানের সব ইউনিট একযোগে কাজ করছে। বিজ্ঞপ্তি
গত কয়েকদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন স্তরের কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি (অস্থায়ী কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ, গ্রাচ্যুইটির অন্তর্ভুক্ত কর্মচারীরা পেনশনে অন্তর্ভুক্তকরণ, কোভিডকালীন কর্তনকৃত বেতন-ভাতা ফেরত প্রদান ইত্যাদি) জানায়। তাদের এই দাবিসমূহ তারা শান্তিপূর্ণভাবে বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট পেশ করে। বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দাবিগুলো নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেছে এবং বিধি মোতাবেক নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
বিগত কয়েকদিনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে প্রকাশিত কিছু অনুমাননির্ভর অস্পষ্ট সংবাদ বিমান কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
এমতাবস্থায়, তথ্য-উপাত্ত যাচাই-বাছাইপূর্বক রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ জানানো হলো।