৪৪তম বিসিএস
মৌখিক পরীক্ষার তারিখ আংশিক পুনর্বিন্যাস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের পদসমূহের জন্য সাময়িকভাবে (চৎড়ারংরড়হধষষু) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত কমিশন সচিবালয়ের ২৫.০৬.২০২৪ তারিখের বিজ্ঞপ্তিটি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [িি.িনঢ়ংপ.মড়া.নফ] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [যঃঃঢ়://নঢ়ংপ.ঃবষবঃধষশ.পড়স.নফ] পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। বিজ্ঞপ্তি