ব্যাংকের তারল্য সংকট
মজুরি দিতে বেগ পেতে হচ্ছে পোশাক কারখানা মালিকদের
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট চলছে। এমন পরিস্থিতিতে সময় অনুযায়ী শ্রমিকদের মজুরি দিতে বেগ পেতে হচ্ছে পোশাক মালিকদের।
এজন্য ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন তারা।
বিজিএমইএ ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন খন্দকার রফিকুল ইসলাম। গতকাল বিজিএমইএর নিরাপত্তা ও পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে সমিতির সাধারণ সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এ সময় বিজিএমইএ বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ১ম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি আরশাদ জামাল (দীপু), সহসভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, বিভিন্ন পরিচালক এবং পোশাক শিল্পের উদ্যোক্তারা। ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে ছাত্র, জনতা এবং প্রশাসনের যারা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা এবং শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক হওয়ার আগেই কীভাবে কারখানা ভাঙচুরের ঝুঁকির মধ্যে নিজস্ব ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করে কারখানার কার্যক্রম অব্যাহত রাখা যায়, সে বিষয়ে মতবিনিময় হয়।
এছাড়া চট্টগ্রাম বন্দর পরিস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিল্পের পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিয়ে কথা বলেন বিজিএমইএ নেতা ও উদ্যোক্তারা।
সাধারণ সদস্যরা ৭ আগস্ট উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, মতের ভিন্নতা থাকলেও ব্যবসায়িক সংগঠনে প্রচলিত নিয়মের বাইরে অশোভনীয়ভাবে সংস্কার দাবি কোনোমতেই গ্রহণযোগ্য নয়। তারা বিজিএমইএর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বিদেশি ক্রেতাদের কাছে শিল্প ও বিজিএমইএ বিষয়ে নিঃসন্দেহে নেতিবাচক বার্তা যাবে, যা শিল্পের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়।