×

খবর

আরো দুজনের পদত্যাগ

আসাদুজ্জামান নতুন অ্যাটর্নি জেনারেল

Icon

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করলেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গতকাল বিকালে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব বুঝে নেয়ার পর আসাদুজ্জামান বলেন, আশা করি, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এ দেশের মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ করতে পারবেন।

এ সময় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন তিনি। আসাদুজ্জামান আরো বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই আমার লক্ষ্য থাকবে। এ সময় দ্রুত সুপ্রিমকোর্ট খুলে দেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত বুধবার ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও মেহেদী হাছান পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল অফিসে পদত্যাগপত্র জমা দেন তারা।

এর আগে গত বুধবার আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ পদত্যাগ করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে পালানোর জন্য সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন

ভারতে পালানোর জন্য সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন

আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি

আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি

হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা-কামাল-কাদের নির্দেশদাতা

হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা-কামাল-কাদের নির্দেশদাতা

সমাবেশে ককটেল বিস্ফোরণ, মামলায় আসামি আ.লীগ নেতাসহ ১৩৬

সমাবেশে ককটেল বিস্ফোরণ, মামলায় আসামি আ.লীগ নেতাসহ ১৩৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App