প্রতিমন্ত্রী সিমিন হোসেন
সামাজিক বয়কট ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব নয়
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, দুর্নীতি একটি জাতির জন্য অভিশাপ। দুর্নীতিগ্রস্ত সমাজ কখনোই উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে না। সবার প্রচেষ্টায় দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। গতকাল মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সামাজিক বয়কট ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব নয়। সমাজে যারা দুর্নীতি করে তাদের সালাম না দেয়া এবং তাদের বাসায় দাওয়াত না খাওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের বঙ্গবন্ধু এবং তাজউদ্দীন আহমদের জীবন থেকে শিক্ষা নিতে হবে। আমাদের শিশুদের শৈশব থেকে শুদ্ধচার শিক্ষা দিতে হবে।
একই দিন সকালে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা ও বাংলাদেশ স্কাউট কাপাসিয়া নির্বাহী কমিটির সভায় অংশ নেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাযাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, গাজীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।