×

খবর

কাশ্মিরে জঙ্গিবিরোধী অভিযান

বন্দুকযুদ্ধে ৪ ভারতীয় সেনা নিহত

Icon

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : ভারতের জম্মু কাশ্মির রাজ্যে ডোডা জেলায় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে বন্দুক যুদ্ধে চার সেনা সদস্য নিহত হয়েছেন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যদের মধ্যে মেজর পদমর্যাদার এক কর্মকর্তা রয়েছেন। তার নাম ব্রিজেশ থাপা। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা ব্রিজেশের বাবা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ভুবনেশ থাপা।

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের ছায়া গোষ্ঠী কাশ্মির টাইগার্স এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। এই গোষ্ঠীই ৯ জুলাই কাঠুয়ায় সেনাবহরে হামলা চালিয়েছিল। শুধু জম্মুতেই গত ৭৮ দিনে ভারতীয় সেনাবাহিনীর ওপর ১১ বার গুরুতর হামলার ঘটনা ঘটেছে।

বারবার এমন হামলার ঘটনায় ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও জয়রাম রমেশ। রাহুল গতকাল মঙ্গলবার বলেছেন, বারবার এমন ঘটনার জন্য দায়ী সরকারের নীতি। ভ্রান্ত সেই নীতির কুফল ভুগতে হচ্ছে সেনাবাহিনীকে। একের পর এক হামলা বুঝিয়ে দিচ্ছে, জম্মু কাশ্মিরের হাল ঠিক কেমন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশের ঐকবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে রাহুল ‘এক্স’ হ্যান্ডেলে বলেন, দায় পুরোপুরি সরকারের। বারবার নিরাপত্তায় গলদ সরকারি নীতির ভুলভ্রান্তিগুলো দেখিয়ে দিচ্ছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সরকারকে একহাত নিয়েছেন। ‘এক্স’ হ্যান্ডেলে তিনি বলেছেন, জম্মু–কাশ্মীরে সেনাদের ওপর বারবার আক্রমণ হচ্ছে, জওয়ানেরা মারা যাচ্ছেন। অথচ সরকারের ভাবখানা এমন, যেন সবকিছু ঠিকঠাক রয়েছে।

ডোডায় হামলার পর গতকাল শ্রীনগরে গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেন পিডিপি নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। জম্মু কাশ্মির পুলিশের মহাপরিচালক আর আর সোয়াইনকে তুলোধোনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে। অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। দিনরাত তল্লাশি অব্যাহত রয়েছে। বন্দুকের শাসন চলছে। পুলিশের মহাপরিচালক কাশ্মিরি জনগণের সঙ্গে পাকিস্তানিদের মতো আচরণ করছেন।

মেহবুবা বলেন, হুরিয়ৎ নেতারা হয় কারাগারে আছেন নতুবা মৃত। আমি বা ওমর আবদুল্লাহ কেউই ক্ষমতায় নেই। সব কিছু সরকার নিয়ন্ত্রণ করছে। অথচ জঙ্গিয়ানায় বিরাম নেই। জাতীয়তাবাদী দলগুলোকে যেখানে সমর্থন করা দরকার, সেখানে উত্তর কাশ্মিরে ভোটে জিতলেন তিনি, যিনি বিচ্ছিন্নতাবাদের কথা বলে আসছেন।

পুলিশের মহাপরিচালক আর আর সোয়াইন গত সোমবার বলেছিলেন, জম্মু কাশ্মিরের নাগরিক সমাজে জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে পাকিস্তান সফল হয়েছে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বদান্যতার দরুন।

এসব তথাকথিত আঞ্চলিক দল নির্বাচনে জয়ী হতে সন্ত্রাসী সংগঠনের সাহায্য নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১ বছর নয়, শিগগিরই খুলবে মিরপুর-১০ মেট্রো স্টেশন

১ বছর নয়, শিগগিরই খুলবে মিরপুর-১০ মেট্রো স্টেশন

ঢাকায় মালা খানের গরু-ছাগলের খামার, স্বামী-দুই মেয়ে থাকেন কানাডায়

ঢাকায় মালা খানের গরু-ছাগলের খামার, স্বামী-দুই মেয়ে থাকেন কানাডায়

শেখ হাসিনা-রেহানা-কাদের-কামালসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা-রেহানা-কাদের-কামালসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের রিমান্ড স্থগিত

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের রিমান্ড স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App