সংবাদ সম্মেলনের ৩ দিন আগেই জব্দ হয় জাহাঙ্গীরের হিসাব
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার (১৪ জুলাই) সাম্প্রতিক চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে তার এক সাবেক ব্যক্তিগত সহকারীর দুর্নীতির বিষয়টি সামনে আনেন। দুর্নীতিবিরোধী ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না।
বাস্তব কথা। কী করে বানাল এত টাকা? যখন আমি জেনেছি, তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে ব্যবস্থা নিয়েছি।’ প্রধানমন্ত্রী তার বক্তব্যে কারো নাম উল্লেখ না করলেও দ্রুতই তার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের নাম প্রকাশ হয়।
পরদিন গণমাধ্যমে খবর আসে, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসেব জব্দ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলার পর জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, এর ৩ দিন আগেই গত বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
বিএফআইইউর উপপরিচালক এস এম তানসেন কবীর স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, জাহাঙ্গীর এবং তার স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে আগামী ৩০ দিনের জন্য স্থগিতের নির্দেশনা দেয়া হলো। এছাড়া এসব ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে খোলা অ্যাকাউন্টের কেওয়াইসি, হিসাব খোলার ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠানোরও নির্দেশনা দেয়া হয়।