বার্জার পেইন্টস
‘বার্জার ডিজাইন স্টুডিও’ চালু
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) ‘বার্জার ডিজাইন স্টুডিও’ চালু করার ঘোষণা দিয়েছে। এই নতুন উদ্যোগটি যে কোনো স্পেসের ইন্টেরিয়র ডিজাইন করতে একটি ওয়ান স্টপ সলিউশন হিসেবে কাজ করবে।
‘বার্জার ডিজাইন স্টুডিও’ শুধু রঙের ব্যাপারে সীমাবদ্ধ নয়, বরং ইন্টেরিয়র ডিজাইনের গুণগত মান উন্নত করার পাশাপাশি এই সেবাকে ভোক্তাদের জন্য সহজলভ্য করতে প্রতিশ্রæতিবদ্ধ। স্টুডিওটি যে কোনো প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত, নির্মাণসামগ্রীর বিবেচনাসহ সম্পূর্ণ ডিজাইন কনসালটেন্সি পরিষেবা প্রদান করবে।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালি চৌধুরী জানান, বছরের পর বছর বার্জার পেইন্টস সাজসজ্জার পেইন্ট, বাহারি রঙ, কাঠের প্রলেপ, নির্মাণে ব্যবহৃত আঠা এবং রাসায়নিক দ্রব্যসহ বৈচিত্র্যময় নির্মাণ সমাধান সরবরাহের মাধ্যমে ভোক্তাদের নির্মাণ সংক্রান্ত জটিলতার সমাধান করে আসছে। তিনি আরো বলেন, ‘ভবনের সামগ্রিক ইন্টেরিয়র ডিজাইনের সমস্যার সমাধানে বার্জার ডিজাইন স্টুডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ বিজ্ঞপ্তি