হামদর্দ
হারবাল ওষুধ অর্থোফিটের লঞ্চিং
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
লঞ্চিং হলো হামদর্দের নতুন হারবাল ওষুধ অর্থোফিট। রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ে এর মোড়ক উন্মোচন করেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। বিজ্ঞপ্তি
অর্থোফিট ক্যাপসুলে রয়েছে আনডিনেচার্ড টাইপ-২ কোলাজেন ৪০ মিগ্রা, গুকোসামিন হাইড্রোক্লোরাইড ১৫০ মিগ্রা ও কনড্রয়েটিন সালফেট ১২০ মিগ্রা। অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং জয়েন্টের ব্যথা ও প্রদাহে রোগীদের জন্য অর্থোফিট ক্যাপসুল খুবই কার্যকরী ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন। ওষুধটি জয়েন্টের সুস্বাস্থ্য বজায় রাখে ও দ্রুত কার্টিলেজের ভাঙন প্রতিরোধ করে। এছাড়া সহজে ক্ষতিগ্রস্ত কার্টিলেজ রিপেয়ার করে। অর্থোফিট ক্যাপসুল জয়েন্টের ব্যথা ও অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণসমূহ দ্রুত সারিয়ে স্বাভাবিক জীবন নিশ্চিত করে।