রওশন এরশাদ
জাপা পরিচয় দিয়েও অনেকে এরশাদকে মুছে ফেলতে চান
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নেতাকর্মীদের খুব ভালোবাসতেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও প্রয়াত এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ।
তিনি বলেন, এখনো অনেকেই আছেন, যারা জাতীয় পার্টির পরিচয় দিয়েও এরশাদকে মুছে ফেলতে চাইছেন। বিগত নির্বাচনে পল্লীবন্ধুর নাম মুখে নেয়া হয়নি। এমনকি নির্বাচনী ইশতেহারে এরশাদের ছবিটা পর্যন্ত রাখা হয়নি।
রওশন বলেন, এরশাদকে যারা ভালোবাসে তারা তা মানতে পারেনি। তাই যেখানে একক নির্বাচনে জাতীয় পার্টি ১৮ শতাংশ ভোট পেয়েছিল, সেখানে এবার মাত্র ৩ শতাংশ ভোট পেয়েছে। তাও জাতীয় পার্টির ভোট নয়, ওটা ছিল সমঝোতার ভোট।
গতকাল বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
সাবেক বিরোধী দলের নেতা বলেন, আমরা এরশাদের নিজ হাতে গড়া জাতীয় পার্টিকে শেষ হয়ে যেতে দিতে পারি না।