দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য মিজানকে বাঁচানো গেল না
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : বাঁচানো গেল না বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় আহত পুলিশ সদস্য মিজানুর রহমানকে (৫৭)। গতকাল রবিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত শনিবার রাত সোয়া ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ওইদিন ভোর ৫টার দিকে রাজধানীর দারুস সালাম মাজার রোডে সড়ক দুর্ঘটনায় আহত সোহেল মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা যান।
পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় রাজবাড়ী সদর থানার ডিউটি অফিসার কামরুল আহমেদ জানান, গত শনিবার দিবাগত রাতে টহল টিমের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন মিজানুর রহমান। বেথুলিয়া গ্রামে টিমটি গাড়ি থামিয়ে বসে ছিল। তখন মিজানুর গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুত গতির অটোরিকশা এসে সজোরে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নেয়া হয় সদর হাসপাতালে। তবে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। তবে ভোরে সেখান থেকে তাকে রাজধানীর ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত মিজানুর রহমানের মেয়ের জামাই মাসুদুর রহমান জানান, তার শ্বশুরের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার কাপুড়িয়া সদরদি এলাকায়। তবে চাকরির সুবাদে রাজবাড়ী সদর থানার ব্যারাকে থাকতেন। আর মাত্র ২ বছর পর অবসরে যাওয়ার কথা ছিলো তার। দুই সন্তানের জনক তিনি। সন্তান ও স্ত্রী শিল্পী বেগম গ্রামের বাড়িতে থাকেন।
এদিকে গত শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর দারুসসালাম মাজার রোডে সড়ক দুর্ঘটনায় সোহেল মিয়া (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
সোহেল মিয়াকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. হানিফ জানান, তারা গাবতলী হাটে গরুর রাখাল হিসেবে কাজ করেন। রাতে মিরপুর মাজার রোডে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন সোহেল। পরে তাকে উদ্ধার করে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের স্ত্রী কুলসুম আক্তার জানান, তারা কল্যাণপুর ১১ নম্বর রোডে থাকেন। রাতে তিনি জানতে পারেন মাজার রোডে তার স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এর বেশি কিছু জানেন না তিনি। তাদের গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলায়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।