ভোগান্তিতে ২৬৫ হাজি
যান্ত্রিক ত্রæটিতে জেদ্দায় বিমানের ফ্লাইটের উড্ডয়ন বাতিল
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : যান্ত্রিক ত্রæটির কারণে হাজিদের নিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকামুখী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। উড়োজাহাজটিতে ২৬৫ জন হজযাত্রী ছিলেন। ফ্লাইটটি রানওয়ের কাছাকাছি গিয়ে দুই দফায় চেষ্টা করেও শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করে এবং আগের জায়গায় ফিরে যায়। এতে ভোগান্তিতে পড়েন বিমানের যাত্রীরা। প্রায় তিন ঘণ্টা উড়োজাহাজের মধ্যে ছিলেন তারা। বিমানের ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার রাত ১টায় (বাংলাদেশ সময় শনিবার সকাল সোয়া ৭টা) ছাড়ার কথা ছিল। ফ্লাইটটি বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম ভোরের কাগজকে জানান, ২৬৫ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে থেকে ঢাকার উদ্দেশে শুক্রবার রাতে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি ৩৯৫৬) রওনা হওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি ত্রæটি দেখা দেয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি উড্ডয়ন করতে না পেরে রানওয়ে থেকে ফিরে আসে। আড়াই ঘণ্টা পরে আবারো ফ্লাইটটি উড্ডয়নের চেষ্টা করা হয়। দ্বিতীয়বারও সমস্যা দেখা দিলে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে দেয়া হয়।
তিনি আরো জানান, যাত্রীদের পর্যাপ্ত খাবার ও হোটেলের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ থেকে উড়োজাহাজেটির জন্য যন্ত্রাংশ পাঠানো হয়েছে। ত্রæটি সারিয়ে ফ্লাইটটি শিগগির ঢাকার উদ্দেশে রওনা হবে।
তবে গতকাল রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উড়োজাহাজটি জেদ্দা বিমানবন্দর ছাড়েনি।