×

খবর

শুক্রবার থেকে ভারি বৃষ্টির আভাস

এ সপ্তাহে গরমে বাড়বে অস্বস্তি

Icon

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : দেশজুড়ে চলতি সপ্তাহে বৃষ্টির প্রবণতা কম থাকবে। ফলে তাপমাত্রা বেড়ে গরমে কিছুটা অস্বস্তিতে ভুগতে হতে পারে। পাশাপাশি আগামী শুক্রবার থেকে আবার বৃষ্টি বাড়বে। আগামী ১০ দিন সিলেট এবং আশপাশের এলাকায় প্রতিদিনই থেমে থেমে বৃষ্টি হবে। গতকাল শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, আজ (শনিবার) থেকে ১৮ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে। এ সময় গরমের অস্বস্তিবোধ থাকবে। ১৯ জুলাই থেকে আবার একটি নতুন স্কেল শুরু হয়ে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বাড়তে পারে। মাসজুড়েই বৃষ্টি থাকবে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দেশে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় থাকলে সব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়। এখন মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়। এর ফলে দেশের মধ্যাঞ্চলের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তিনি আরো বলেন, দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও এ সপ্তাহে বৃষ্টির প্রবণতা কম থাকবে। তাপমাত্রাও বেশি থাকতে পারে। গত শুক্রবার ভারি বৃষ্টির কারণে পানিতে তলিয়ে যায় রাজধানীর অনেক এলাকা, এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। কক্সবাজারের কোথাও কোথাও পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এটি ছিল স্বল্পসময়ে অধিক বৃষ্টিপাত। অধিক বৃষ্টিপাতের কারণে ভূমিধস তৈরি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মই এদেশের একটি মহলের প্রধান শত্রু : শায়খ আহমাদুল্লাহ

ধর্মই এদেশের একটি মহলের প্রধান শত্রু : শায়খ আহমাদুল্লাহ

যে কারণে হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

যে কারণে হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

গোলাপ শাহ মাজারে উত্তপ্ত পরিস্থিতি, অতঃপর সেনাবাহিনীর আগমন

গোলাপ শাহ মাজারে উত্তপ্ত পরিস্থিতি, অতঃপর সেনাবাহিনীর আগমন

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App