×

খবর

এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় পার্টির দুই অংশের পাল্টাপাল্টি কর্মসূচি

Icon

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পঞ্চমবারের মতো ব্র্যাকেটবন্দি হয় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি। এক অংশের নেতৃত্বে আছেন এরশাদের স্ত্রী সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন এরশাদের ছোট ভাই বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের। দল ভাঙার পর ব্যাপক হাঁকডাক থাকলেও গত ছয় মাসে মাঠে কিংবা উপজেলা পরিষদের ভোটে কোথাও দলটির উভয় অংশের নেতাদের সক্রিয় কার্যক্রম দেখা যায়নি। তবে আজ রবিবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী ঘিরে উভয় অংশই মাঠে নেমেছে। প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী পালনে দিয়েছে পাল্টাপাল্টি কর্মসূচি।

দলীয় সূত্রে জানা যায়, যথাযথ মর্যাদায় পার্টির প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন করার জন্য জাতীয় পার্টির দুটি অংশই ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচি পালনকে কেন্দ্র করে দুটি অংশই ইতোমধ্যে প্রস্তুতি সভাও করেছে। এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাপার দুই অংশই নগরীর বিভিন্নস্থানে পোস্টার ও ফেস্টুন লাগিয়েছে। জাতীয় পার্টি (জি এম কাদের) আজ বেলা ৩টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন দলটির চেয়ারম্যান এবং সংসদে বিরোধীদলীয় নেতা জি এম কাদের। এছাড়া জি এম কাদের অংশের পক্ষে জাপার কাকরাইল এবং বনানী কার্যালয়ে দিনব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন নেতারা।

অন্যদিকে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণসভার আয়োজন করেছে জাতীয় পার্টির রওশন অংশ। এতে সভাপতিত্ব করবেন প্রয়াত এরশাদের সহধর্মিণী এবং সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এছাড়া এই অংশের উদ্যোগে আজ রাজধানীর বারিধারার অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাল্টাপাল্টি এই কর্মসূচিকে ঘিরে দলটির উভয় অংশেই উত্তেজনা বিরাজ করছে। একই দিনে কাছাকাছি জায়গায় পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে উভয় অংশের নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সতর্ক করা হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্র আরো জানায়, গত ৭ জানুয়ারি নির্বাচনের পর জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে জাপার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেছে। সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি-অনিয়মসহ বিভিন্ন ঘটনায় দেশজুড়ে তোলপাড় হলেও নীরব ভূমিকায় রয়েছে জাতীয় পার্টি। ইস্যু কেন্দ্রিক কথাও বলতে দেখা যায় না দলটির নেতাদের। কালেভদ্রে পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমে বিবৃতি দেন। খোদ নেতারাই বলছেন, জাতীয় নির্বাচনে তৈরি হওয়া অভ্যন্তরীণ সমস্যার কারণে জাতীয় পার্টি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। নেতৃত্বের দ্ব›েদ্ব ভেঙে যাওয়া জাতীয় পার্টি ভোটের মাঠেও দিন দিন হারিয়ে যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি তার ইতিহাসের সর্বনিম্ন ১১ আসন এবং ৪ শতাংশ ভোট পেয়েছে। সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসলেও সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ দেখায়নি কেউ। চার ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে উল্লেখ করার মতো জাপার কোনো প্রার্থী মাঠে ছিল না। গত ফেব্রুয়ারিতে রওশন এরশাদ তার নিজের অনুসারীদের নিয়ে সম্মেলন করে নতুন কমিটি গঠন করেছেন। কমিটির তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়ে নিজেদের মূল জাতীয় পার্টি দাবি করেছেন। তারা এখন নির্বাচন কমিশনের স্বীকৃতির অপেক্ষায়। যদিও বর্তমানে তাদের হাঁকডাকও বন্ধ হয়ে গেছে।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের এই দিনে (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টাকার বিছানায় ঘুমান দুর্নীতির প্রাণপুরুষ সাবেক রেলমন্ত্রী মুজিবুল

টাকার বিছানায় ঘুমান দুর্নীতির প্রাণপুরুষ সাবেক রেলমন্ত্রী মুজিবুল

এস আলমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি

এস আলমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি

কোহলির ছক্কায় ভাঙল চিদাম্বরম স্টেডিয়ামের দেয়াল

কোহলির ছক্কায় ভাঙল চিদাম্বরম স্টেডিয়ামের দেয়াল

আয়নাঘর সংক্রান্ত জিজ্ঞাসাবাদ, প্রয়োজনে যে কাউকে তলব, প্রজ্ঞাপন জারি

আয়নাঘর সংক্রান্ত জিজ্ঞাসাবাদ, প্রয়োজনে যে কাউকে তলব, প্রজ্ঞাপন জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App