×
Icon ব্রেকিং
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

খবর

আরব আমিরাতে সংবর্ধনায় এমপি খাদিজাতুল আনোয়ার সনি

বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল

Icon

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সরকারদলীয় এমপি খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার সারজা আওয়ান হোটেল বলরুমে আরব আমিরাত প্রবাসী ফটিকছড়িবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সনি আরো বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানান দিতে হবে। এয়ারপোর্টে প্রবাসীদের নানা সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন অভিজ্ঞ তেমনিভাবে তার মন্ত্রিপরিষদও অভিজ্ঞ। তাই মন্ত্রিপরিষদে এই বিষয়গুলো আলোচনা করে দেশ ও প্রবাসীদের জন্য যা ভালো হয় তাই তিনি করবেন।

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সমিতির হাট ইউনিয়নের চেয়ারম্যান হারুন উর রশীদ ইমনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মো. তৈয়ব ও কাজী লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। রাষ্ট্রদূত বলেন, আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ হয়নি। সার্টিফিকেটধারী ও অভিজ্ঞ লোক আমিরাতে আসছেন এবং ভিসা লাগাতে পারছেন। তিনি বলেন, দেশে মরদেহ পাঠানোর দায়িত্ব নিয়োগকারী/স্পন্সরের। তারপরও অসহায় কোনো ব্যক্তি হলে তার মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে ভূমিকা রাখে বাংলাদেশ মিশন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট আন্তরিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ ইফতেখার হোসেন বাবুল, সিআইপি প্রকৌশলী আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, পারভেজ আলম হিরা, ইসমাইল গনি চৌধুরী, মহিউদ্দিন মহিন, আরশাদ হোসেন হিরু প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মোহাম্মদ মঈন উদ্দীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সাবেক তিন আইজিপি ও র‌্যাবের দুই মহাপরিচালকসহ ৮৮ পুলিশের নামে মামলা

সাবেক তিন আইজিপি ও র‌্যাবের দুই মহাপরিচালকসহ ৮৮ পুলিশের নামে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App