×

খবর

একাদশে ভর্তি

আবেদনের সুযোগ পাবে কলেজ না পাওয়া শিক্ষার্থীরা

Icon

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফলাফলেও কলেজ পাননি ১২ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছে মাধ্যমিকে জিপিএ ৫ পাওয়া অন্তত সাড়ে ৭০০ শিক্ষার্থী। আসন সংকট না থাকলেও কলেজ না পাওয়ার কারণ হিসেবে শিক্ষার্থীদের পছন্দক্রমে নামিদামি কলেজ রাখাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তবে কলেজ না পাওয়া এসব শিক্ষার্থীরা ফের আবেদনের সুযোগ পাবেন। এর আগে গত শুক্রবার রাতে একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হয়। এ বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে প্রায় পৌঁনে ১৭ লাখ শিক্ষার্থী। অন্যদিকে একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন রয়েছে।

আসন সংকট না থাকলেও শিক্ষার্থীদের আসন না পাওয়ার বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, সব শিক্ষার্থীই পছন্দক্রমে ভালো ভালো কলেজ দিয়েছে। তারা নম্বরের বিষয়টি মাথায় রেখে কলেজ পছন্দ করলে এমনটা হতো না। কারণ আমাদের তো আসন সংকট নেই। তিনি আরো বলেন, যারা কলেজ পায়নি তাদের ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি। তাদের আমরা আরেকটা সুযোগ দেব। তারা অনলাইনে আবেদনের সুযোগ পাবে।

এদিকে ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ৩০ জুলাই একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ গ্রেপ্তার

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ গ্রেপ্তার

পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

রিমান্ড শুনানিতে শ্যামল দত্ত পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App