নিখোঁজ ব্যাটালিয়ন সদস্যকে উদ্ধার করল বিশ্বম্ভরপুর থানা পুলিশ
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে যাওয়ার জন্য সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের নিজ বাড়ি থেকে গত বৃহস্পতিবার রওনা হয় আনসার সদস্য আনোয়ার হোসেন (২৫), পথিমধ্যে গাজিপুর জেলায় তিনি সড়ক দুর্ঘটনায় পড়েন। এরপর থেকে তার বাবা মনির উদ্দিন ছেলের সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন না।
পরে গতকাল শনিবার সকালে আনোয়ারের বাবা মনির উদ্দিন বিশ্বম্ভরপুর থানায় এসে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিককে জানালে ওসি তাৎক্ষণিক মনির উদ্দিনকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেন। পরে মনির উদ্দিন তার ছেলে আনসার সদস্য আনোয়ার হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জিডি করার পরপরই থানার ওসি আনোয়ারের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে নিখোঁজ আনোয়ারের সন্ধান এবং তাকে উদ্ধারের জন্য বিশ্বম্ভরপুর থানার অফিসার দিয়ে একটি টিম গঠন করেন। ওই টিমের ইনচার্জ এসআই শংকর চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকালেই সিলেটসহ বিভিন্ন স্থানে অনুসন্ধানে নেমে পড়েন এবং তথ্য ও প্রযুক্তির মাধ্যমে আনোয়ারকে সিলেটের রিকাবীবাজার থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
থানায় নিয়ে আসার পর আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, বাড়ি থেকে তার কর্মস্থল ৩৯ ব্যাটালিয়ান আনসার ঠাকুরগাঁও যাওয়ার পথে তার গাড়িটি গাজীপুর জেলায় পৌঁছার পর দুর্ঘটনায় পড়ে। পরবর্তীতে ওই মহাসড়কে থাকা একটি দোকানের সামনে অজ্ঞাত কে বা কারা তাকে অজ্ঞান করে তার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল নিয়ে যায়।
পরে অজ্ঞাত লোকজন আনোয়ারকে সিলেটগামী বাসে তুলে দেয়। পরদিন ভোরবেলা সিলেটে নামার পরেও আনোয়ার কোনো কিছু চিনিতে পারছিলেন না। এমতাবস্থায় বিশ্বম্ভরপুর থানা পুলিশ তাকে সিলেট শহরের রিকাবীবাজার পুলিশ লাইন্সের সামনে থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনোয়ার হোসেনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।