×

খবর

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান

দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে

Icon

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মূল চালিকাশক্তি। তারা একসঙ্গে উদ্যোগ নিলে যে কোনো কাজ বাস্তবায়ন করা সম্ভব।

গতকাল শুক্রবার সকালে জামালপুরের ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মণ্ডল মিলনায়তনে ইসলামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এ মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন এই সভায় অংশগ্রহণ করে।

ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রতিটি সেক্টরেই যাতে উন্নয়ন ঘটে সেজন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকারের সব উন্নয়ন কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। দেশের উন্নয়নে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আ. সালাম, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথী, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম, অধ্যক্ষ জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেছ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে দেবকে চান চয়নিকা

যে কারণে দেবকে চান চয়নিকা

দুইবার এগিয়ে গিয়েও মেসিদের ড্র

দুইবার এগিয়ে গিয়েও মেসিদের ড্র

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চেন্নাই টেস্ট টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইসরায়েলি হামলায় গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App