×

খবর

আমির খসরু

কোটার মতো ভোটের জন্যও শিক্ষার্থীদের লড়াই করতে হবে

Icon

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 কোটার মতো ভোটের  জন্যও শিক্ষার্থীদের  লড়াই করতে হবে

কাগজ প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার বাংলাদেশকে মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। মেধাবীরা ফ্যাসিস্ট সরকারের পক্ষে সুখকর নাও হতে পারে। শিক্ষার্থীরা যেভাবে কোটার জন্য লড়াই করছে, ভোট ও গণতন্ত্রের জন্যও তাদের লড়াই করতে হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘৩১ দফা সংস্কার প্রস্তাব ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও ১ দফা ঘোষণার বর্ষপূর্তিতে এ সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষের মালিকানা ছিনতাই হয়ে গেছে। মালিকানা ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক দলগুলোর ঐক্য ও রাজনৈতিক বন্দোবস্তের দরকার আছে। সংবিধান, বিচার বিভাগ, সংসদ, অর্থনৈতিক ব্যবস্থা, জনগণের অংশ নেয়া নিশ্চিতে কী কী বদল আনতে হবে সেটি গুরুত্বপূর্ণ। সেজন্যই এই ৩১ দফা প্রণয়ন। বিএনপিসহ সমমনা দলের মধ্যে যে ঐক্য, তা নিয়ে কারো মধ্যে সন্দেহ নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এই ঐক্যের পেছনে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ৩১ দফাকে মানুষের কাছে নিয়ে যেতে পারিনি। এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর মানুষের জীবনে পরিবর্তন আসবে, সে নিশ্চয়তা মানুষকে দিতে হবে। ৩১ দফার মধ্যে তা দেয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা ৩১ দফা। সমাজের নানা অংশ জেগে উঠছে। এ লড়াইগুলো জোরদার হচ্ছে। মানুষ আশা করে, বিরোধী দলগুলো বড় আকারের সংগ্রাম গড়ে এই সরকারকে বিদায় দেবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এক দফার আন্দোলন চলমান আছে। ৭ জানুয়ারির পর আন্দোলন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সাধারণ মানুষ বিরোধী দলগুলোর কাছ থেকে সরকারের বিরুদ্ধে যে ধরনের কর্মসূচি দেখতে চায়, শিগগিরই সে ধরনের কর্মসূচি দেয়া হবে।

সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, জেএসডির সহসভাপতি তানিয়া রব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App