রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : রাজধানীর মতিঝিল এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- জাহাঙ্গীর আলম, মিরণ ওরফে সুজন, মেহেদী হাসান রাজীব, মোবারক হোসেন ওরফে নয়ন ও আব্দুল মতিন। ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান গতকাল শুক্রবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকারে ডাকাতির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মতিঝিল থানার এজিবি কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ডিবির জ্যাকেট, ২টি চাকু, ২টি ডিবি পুলিশ লেখা স্টিকার, ১টি প্লাস্টিকের খেলনা পিস্তল, ১টি লেজার লাইট, ২টি মোবাইল ও ডাকাতি কাজে ব্যবহৃত ২টি প্রাইভেটকার জব্দ করা হয়। এসি বলেন, গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীসহ বিভিন্ন মহাসড়কের নির্জন স্থানে টার্গেটকৃত ব্যক্তি ও পণ্যবাহী গাড়ি আটকিয়ে ডাকাতি করে থাকে।