ইসলামপুরে নতুন করে বন্যা আশঙ্কা
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মোরাদুজ্জামান মোরাদ, ইসলামপুর (জামালপুর) থেকে : যমুনা নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। এতে বন্যার্তদের মধ্যে নতুন করে বন্যা আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সরিষাবাড়ী উপজেলার জগনাথগঞ্জ ঘাটে যমুনা নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় জেলার ইসলামপুর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার মোট ৫০টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি রয়েছে। বন্যা দুর্গত এলাকায় তীব্র সংকট দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গো খাদ্যের। বন্যায় তলিয়ে গেছে জেলার প্রায় ৮ হাজার হেক্টর ফসলি জমি।