চট্টগ্রাম
রেস্টুরেন্টের ক্যাশ থেকে টাকা চুরি, যুবক গ্রেপ্তার
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম অফিস : নগরীতে চুরির ঘটনায় মো. নাছির উদ্দীন ওরফে সাইফ (৩২) নামের এক দোকান কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর কোতোয়ালি থানার কাজীর দেউরী এলাকার এক রেস্টুরেন্টের ক্যাশ থেকে টাকা চুরির অভিযোগ রয়েছে সাইফের বিরুদ্ধে। গতকাল শুক্রবার ভোরে কক্সবাজার সদর থানার জেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সাইফ চট্টগ্রামের পটিয়া থানার কুসুমপুরা ইউনিয়নের পশ্চিম মনসা গ্রামের হারুন অর রশিদের ছেলে। শুক্রবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়েদুল হক বলেন, গত বৃহস্পতিবার কাজীর দেউরী এলাকার একটি রেস্টুরেন্টের ক্যাশবাক্স থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে যান সাইফ। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় অভিযান চালিয়ে শুক্রবার ভোরে কক্সবাজার থেকে সাইফকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ লাখ ১৬ হাজার টাকা, চুরির টাকায় কেনা একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক এবং দুই লাখ টাকার তিনটি ডিপোজিট স্লিপ উদ্ধার করা হয়েছে।