×

খবর

৩শ ফুট সড়কে ডাকাতিকালে গ্রেপ্তার ৫

Icon

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : রূপগঞ্জে পূর্বাচল উপশহরের শেখ হাসিনা সরণিতে (৩০০ ফুট সড়ক) চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাছবোঝাই পিকআপ ভ্যানে ডাকাতিকালে ৫ জনকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। গতকাল শুক্রবার ভোরে ঘটে এ ঘটনা। এছাড়া মাদক এবং নারী ও শিশু নির্যাতন মামলায় আরো ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো রূপগঞ্জ থানার দুয়ার এলাকার মমতাজ উদ্দিনের ছেলে ইউসুফ, খাস কামালকাঠি এলাকার ওমর ফারুকের ছেলে শুভ, খাস-কমালকাঠি মসজিদসংলগ্ন এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে সিয়াম, দুযারা খালের উত্তর পাশের এলাকার আব্বাস আলীর ছেলে রাব্বি, আব্দুল গাফফারের ছেলে আক্তার হোসেন।

রূপগঞ্জ থানার এসআই প্রাণ কৃষ্ণ অধিকারী ও অর্পণ বিশ্বাস জানান, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার করাচি এলাকার সুরুজ মিয়ার ছেলে পিকআপ চালক সোহেল মিয়া হেলপার মশিউর রহমানকে নিয়ে গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকার একটি পুকুর থেকে আবুল মিয়ার মালিকানাধীন ৯৬০ কেজি তেলাপিয়া মাছ নিয়ে (ঢাকা মেট্রো ন ১২০৮২৯) পিকআপযোগে মুন্সীগঞ্জ জেলার উদ্দেশে রওনা দেন। পূর্বাচল উপশহরের শেখ হাসিনা সরণি জলসিড়িতে পৌঁছলে ৭-৮ জন ডাকাত অন্য একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ড ১২-২৯৩৫) দিয়ে প্রতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। একপর্যায়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ টের পেয়ে ডাকাতের ব্যবহৃত মিনি ট্রাক লক্ষ্য করে ধাওয়া করে। একপর্যায়ে ওই ডাকাতদের গ্রেপ্তার এবং তাদের মিনি ট্রাক জব্দ করা হয়।

এ ঘটনায় পিকআপ চালক সোহেল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ওই পাঁচ ডাকাতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

এদিকে চুরির মামলায় আরো ৯ জন, মাদক মামলায় একজন এবং নারী ও শিশু নির্যাতন মামলায় একজনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App