×

খবর

নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

Icon

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কামাল মার্কেটের মঞ্জুরুল ইসলামের দোকানে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী মঞ্জুরুল ইসলাম অভিযোগ করে বলেন, কালাদরাপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনার উল্যাহ আমার দূর সম্পর্কের আত্মীয় হয়। তার সঙ্গে ১ একর জমি ও করমূল্যা বাজারে চারটি দোকান ভিটি নিয়ে বিরোধ চলছে। কিন্তু আমার সঙ্গে কোনো বিরোধ নেই। ওদের সঙ্গে বিরোধের সূত্র ধরে শুক্রবার দুপুর দেড়টার দিকে সাবেক চেয়ারম্যান আনার উল্যাহ ও সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিত্রের উপস্থিতিতে চেয়ারম্যানের ছেলে আজাদ (৫৫) ও মালেকসহ (৫৩) তাদের সঙ্গীয় সন্ত্রাসীরা আমার দোকানে হামলা চালায়। এরপর হামলাকারীরা দোকানের টিন কেটে তছনছ করে দোকানে থাকা নগদ টাকাসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনার উল্যাহ চেয়ারম্যানের ছেলে আজাদ বলেন, তাদের সঙ্গে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ থাকার কারণে আমাদের ফাঁসাতে নিজেদের দোকানে নিজেরা হামলা ও ভাঙচুরের নাটক সাজিয়েছে। এই ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

সুধারাম থানার উপপরিদর্শক রাসেল মিত্র অভিযোগ নাকচ করে বলেন, প্রতিপক্ষকে মামলায় ফাঁসাতে তারা নিজেরা নিজেদের দোকানে হামলার নাটক সাজায়। এর ভিডিও রয়েছে আমাদের কাছে।

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশের থেকে সুবিধা নিতে এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ ধরনের অভিযোগ ডাহা মিথ্যা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App