×

খবর

সমবায় প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আপস নেই

Icon

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আপস নেই

কাগজ প্রতিবেদক : বাঙালি তরুণ-যুবা, আবাল-বৃদ্ধের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কোনো আপস নেই বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ (দারা)। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রমজান আলী ফাউন্ডেশন আয়োজিত ‘কমিটমেন্ট কালচারাল একাডেমি মেধাবী ছাত্র সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

সাবেক প্রধান বিচারপতি মো. তফাজ্জল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সাবেরা বেগম, সাবেক চিফ অব আর্মি স্টাফ লে জে এম হারুন-অর-রশিদ প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ আমাদের প্রাণশক্তি। মুক্তিযুদ্ধ অনেক ত্যাগ-তিতিক্ষার ফসল। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতা একদিনে হয়নি। খেয়াল রাখতে হবে যেন মুক্তিযুদ্ধের কোনো অবমাননা না হয়।

মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে ওয়াদুদ বলেন, তোমরাই আগামী দিনের নেতা। দেশকে নেতৃত্ব দেবে। দেশকে বিশ্বের বুকে তুলে ধরবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তোমরাই গড়ে তুলবে বলে আমার বিশ্বাস। তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বাংলাদেশকেই হত্যা করার চক্রান্ত হয়। বঙ্গবন্ধুকে পরিবারসহ নৃশংসভাবে হত্যা করে বিপথগামীরা সব শেষ করত চেয়েছিল। কিন্তু খুনিদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজপাকসের ক্ষমতাচ্যুতির পর শ্রীলংকায় প্রথম ভোট আজ

রাজপাকসের ক্ষমতাচ্যুতির পর শ্রীলংকায় প্রথম ভোট আজ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

পার্বত্য জেলায় সংঘর্ষ:  নিহত ৪, আহত অর্ধশতাধিক

পার্বত্য জেলায় সংঘর্ষ: নিহত ৪, আহত অর্ধশতাধিক

পলাতক তালিকার শীর্ষে ডিআইজি হারুন

পলাতক তালিকার শীর্ষে ডিআইজি হারুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App