×

খবর

বই বিতরণ অনুষ্ঠানে ভিসি

শতভাগ নাগরিককে শিক্ষার আওতায় আনবে বাউবি

Icon

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে শতভাগ নাগরিককে শিক্ষার আওতায় এনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাউবি কাজ করছে। বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বই বিতরণ উৎসব অনুষ্ঠানে গতকাল শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরে ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয় স্টাডি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এ কথা বলেন। বিজ্ঞপ্তি

ভিসি আগামী দিনের উন্নত বাংলাদেশ ও দেশের ভবিষ্যৎ কারিগর গঠনে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি শিক্ষার্থীদের কাজের ফাঁকে অন্তত কিছু সময় বের করে নিয়মিত ভাবে পাঠ অনুশীলনের পরামর্শ দেন।

অনুষ্ঠানে ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু ও উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ড. আনিস রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএসসি প্রোগ্রামের ভর্তি কমিটির সভাপতি ও ওপেন স্কুলের শিক্ষক ড. মো. জাকিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিবুর রহমান এবং শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ও ববিতা আক্তার।

অনুষ্ঠানে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. আ.ফ. ম মেজবাহ উদ্দিন, এসএসসি প্রোগ্রামের ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. ইকবাল হুসাইন, ভর্তি কমিটির সদস্য ও ওপেন স্কুলের এসএসসি প্রোগ্রামের সমন্বয়কারী মেহেরীন মুনজারীন রতœা, গাজীপুর উপআঞ্চলিক কেন্দ্র প্রধান ড. মো. শওকত আলী, প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো নাসির উদ্দিন, টিউটর, সমন্বয়কারী, অভিভাবক, স্থানীয় ব্যক্তিবর্গসহ কয়েক শত শিক্ষর্থী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

লেবাননে বিস্ফোরণ পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App