×

খবর

বিকল ট্রলারের ইঞ্জিন

স্বদেশে ফিরে গেছেন ২ বিজিপি সদস্য ও ৩১ রোহিঙ্গা

Icon

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কক্সবাজার প্রতিনিধি : ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সেন্টমার্টিন দ্বীপে আশ্রয় নেয়া বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২ সদস্য ও ৩১ রোহিঙ্গা স্বদেশে (মিয়ানমার) ফিরে গেছেন। গতকাল শুক্রবার বিকালে ইঞ্জিন সচল হওয়ার পর সেটি মিয়ানমারের পথে রওনা দেয় বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন দ্বীপে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুবেদার সানোয়ার হোসেন।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইঞ্জিন বিকল হওয়ার কারণে গত বৃহস্পতিবার রাতে টেকনাফের সেন্টমার্টিনে এসে ভিড়ে ট্রলারটি। পরে শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে তাদের ট্রলারটিতে ওঠানো হয়। জোয়ার আসার সঙ্গে সঙ্গে ট্রলারটি ভেসে উঠলে মিয়ানমারের গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। এ বিষয়ে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ট্রলারটিতে ৩১ রোহিঙ্গার মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন নারী এবং ১১ জন শিশু। আর বিজিপির দুই সদস্যের মধ্যে একজন ক্যাপ্টেন অন্যজন সার্জেন্ট।

দুজনের হাতে অস্ত্রও ছিল বলে জানান তিনি।

রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে ইউপি চেয়ারম্যান বলেন, ট্রলারটি বৃহস্পতিবার বিকালে মংডু শহর থেকে যাত্রা করে। মিয়ানমারের জলসীমায় থাকা নৌবাহিনীর জাহাজে করে তাদের সিটওয়ে শহরে যাওয়ার কথা ছিল। তবে যাত্রা করার কিছুক্ষণ পর ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ অবস্থায় প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ট্রলারটি সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সৈকতে চলে আসে। ফিরে যাওয়ার আগপর্যন্ত তারা দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবির হেফাজতে ছিলেন বলে জানান তিনি। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সেন্টমার্টিনে ভেসে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ২ সদস্যসহ ৩৩ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে স্বদেশে (মিয়ানমার) ফেরত পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুইবার এগিয়ে গিয়েও মেসিদের ড্র

দুইবার এগিয়ে গিয়েও মেসিদের ড্র

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ইসরায়েলি হামলায় গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত

উচ্চ মাধ্যমিকে আইসিটিকে ‘অপশনাল’ করার চিন্তা

উচ্চ মাধ্যমিকে আইসিটিকে ‘অপশনাল’ করার চিন্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App