×

খবর

সাজা ২ কেয়ারটেকারের

মাদক মামলায় খালাস আজিজ  মোহাম্মদ ভাই

Icon

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বাসার দুই কেয়ারটেকারকে সাজা দিলেও চলচ্চিত্র প্রযোজক ও আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

আদালত আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসা দেখাশোনার দায়িত্বপালনকারী দুই কেয়ারটেকার নবীন মন্ডল ও পারভেজের ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ তিন আসামি আগে থেকেই পলাতক। গতকাল সোমবার ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের পেশকার তানভীর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৩ জুন আদালত এ রায় ঘোষণা করেন। 

২০১৯ সালের ২৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের দুটি বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ জব্দ করাসহ নবীন মন্ডল ও পারভেজ নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের হেফাজত থেকে আনুমানিক ২০ লাখ টাকার মদ জব্দ করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম সামসুল কবীর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। 

২০২৩ সালের ১২ নভেম্বর দেয়া চার্জশিটে তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, যে ফ্ল্যাট থেকে মাদক উদ্ধার করা হয়েছে, মালিকের অনুপস্থিতিতে আসামি নবীন মন্ডল ও পারভেজ এর দেখাশোনা করতেন। বেশির ভাগ সময় ফ্ল্যাটটি তালাবদ্ধ থাকত। মাঝেমধ্যে, বিশেষ করে বিকালে ও সন্ধ্যার পর কখনো নবীন মন্ডল কখনো পারভেজ বিভিন্ন লোকজন নিয়ে ওই ফ্ল্যাটে যেতেন এবং গভীর রাত পর্যন্ত তারা সেখানে অবস্থান করতেন।

তারা জানান, ফ্ল্যাটের মালিক মাদক কারবারের বিষয়ে অবগত আছেন। এরপর তদন্ত কর্মকর্তা মদ উদ্ধার হওয়া ফ্ল্যাট দুটির মালিকানা সম্পর্কে জানার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন বরাবর চিঠি দেয়। চিঠির জবাবে সিটি করপোরেশন একটি প্রতিবেদন দেয়। প্রাপ্ত প্রতিবেদনে জানা যায়, ফ্ল্যাট দুটির মালিক আজিজ মোহাম্মদ ভাই। এর আগে গত ৯ মে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

২০ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

আগুনে পোড়া বৌদ্ধ মন্দিরের ভাইরাল ছবিটি খাগড়াছড়ির নয়: রিউমার স্ক্যানার

আগুনে পোড়া বৌদ্ধ মন্দিরের ভাইরাল ছবিটি খাগড়াছড়ির নয়: রিউমার স্ক্যানার

হিন্দু বাড়িতে আগুন লাগার ঘটনাটি ভুয়া: রিউমার স্ক্যানার

হিন্দু বাড়িতে আগুন লাগার ঘটনাটি ভুয়া: রিউমার স্ক্যানার

যেভাবে অশান্ত হয়ে উঠলো পার্বত্য চট্টগ্রাম

যেভাবে অশান্ত হয়ে উঠলো পার্বত্য চট্টগ্রাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App