এমপি আনার হত্যা
নামিদামি ব্র্যান্ডের মদ তৈরি হতো শাহিনের কারখানায়
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : কলকাতার সঞ্জীবা গার্ডেন্সে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন শুধু স্বর্ণ পাচার ও হুন্ডি ব্যবসাতেই সীমাবদ্ধ ছিলেন না। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৩২ নম্বর রোডের ১৯২৯ নম্বর বাসায় গড়ে তুলেছিলেন নকল মদ তৈরি কারখানা। বিভিন্ন নামিদামি মদ তৈরি করে ছড়িয়ে দিতেন রাজধানীর অভিজাত এলাকাগুলোয়। তার ওই কারখানায় কয়েকবার গিয়েছিলেন আনার হত্যার কিলিং মিশনে অংশ নেয়া ফয়সাল ও মোস্তাফিজ। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে তথ্য পেয়ে এই কারখানার সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখান থেকে মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, ২০টিরও বেশি জারে সংরক্ষণ করা নকল মদ জব্দ করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই মদের কারখানার সন্ধান পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া করে তৈরি করা হতো এসব নকল মদ। বসুন্ধরার ওই ফ্ল্যাটটিও ভাড়া নিয়ে নকল মদ তৈরি করে আসছিল শাহিনের মনোনীত কিছু ব্যক্তি। এখানে তৈরি নকল বিদেশি মদ গুলশান দুই নম্বরে তার আরেকটি ফ্ল্যাটে রাখতেন। গোয়েন্দা পুলিশের সূত্র বলছে, গুলশানের ফ্ল্যাটে শাহিন রীতিমতো মিনিবার বানিয়ে রেখেছিলেন। ওই ফ্ল্যাটে থরে থরে সাজানো নকল বিদেশি মদ। আর বসুন্ধরার বাসায় অভিযানকালে দেখা যায়, নকল বিদেশি মদ তৈরির নানা কাঁচামাল, মেশিন ও বড় বড় জারে ভরা মদ। এছাড়া ছোট ছোট মদের ড্রামও পাওয়া যায়। ফ্ল্যাটে মদের অসংখ্য খালি বোতলও রয়েছে। তাদের খুঁজছে গোয়েন্দা পুলিশ।
ডিবি ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুর রহমান ভোরের কাগজকে বলেন, কীভাবে সেখানে নকল বিদেশি মদের কারখানা গড়ে তোলা হয়েছে, এর পেছনে শাহিন ছাড়া আর কে কে আছে, সেসব তদন্ত করা হচ্ছে। পাশাপাশি শাহিনের দুটি ফ্ল্যাটই সিলগালা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন এমপি আনার। পরে তাকে হত্যার বিষয়টি সামনে আসার পর একে একে ৯ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ ও কলকাতার পুলিশ। তবে মাস্টারমাইন্ড আখক্ততারুজ্জামান শাহিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। তাকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে আগেই জানিয়েছে ডিবি পুলিশ।