ব্রেকিং |
শিক্ষার্থী ভর্তিমেলায় চেয়ারম্যান মুজিব খান
মেধা ও অভিভাবকের আয়ের ভিত্তিতে পড়াবে ইউডা
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তিমেলার আয়োজন করেছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)। গতকাল সোমবার ইউডার অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান।
ভর্তিমেলা চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর ৮০, সাত মসজিদ রোডে ইউডার রেজিস্ট্রার ভবনে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক মুজিব খান বলেন, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে এ বিশ্ববিদ্যালয় পরিচালনার রীতি অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। শিক্ষাকে আমরা বাণিজ্য নয়, নাগরিক অধিকার মনে করি। তাই এবারের ভর্তিমেলা উপলক্ষে এ বিশ্ববিদ্যালয় প্রকৃত মেধাবীদের খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, মেলায় সব শিক্ষার্থীর জন্য ভর্তি ফির ওপর ৫০ শতাংশ ছাড় সুবিধা দেয়া হয়েছে। শিক্ষার্থীর এসএসসি, এইচএসসির মেধার অর্জিত ফলাফল বা জিপিএর ভিত্তিতে টিউশন ফির ওপর যথাক্রমে ৫০ শতাংশ, ২৫ শতাংশ ও ২০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা থাকছে। মুক্তিযোদ্ধা ও প্রত্যন্ত অঞ্চলের মেধাবীদের জন্য দরিদ্র কোটায় বিনা বেতনে সরকার নির্ধারিত ফিতে অধ্যয়নের সুবিধা রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পরিবারের আয়ের ভিত্তিতে টিউশন ফি নির্ধারণ করা হবে। প্রয়োজনে মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ানো হবে। এছাড়া হোস্টেলে থাকতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্যাকেজ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক কল্যাণ কুমার মল্লিক, রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফফাত কায়েস চৌধুরী, সচিব ও বোর্ড অব ট্রাস্ট্রিজ অধ্যাপক মুনির আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আনিসুর রহমান, কলা অনুষদের ডিন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদুল্ল্যাহ মিয়া, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মেজবাউল আলমসহ বিভিন্ন উইংয়ের পরিচালকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, বোর্ড অব ট্রাস্ট্রিজ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা।