পল্লী বিদ্যুতায়ন বোর্ড
কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি অগ্রহণযোগ্য
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা/কর্মচারী বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন করে কর্মবিরতি পালন করছেন। এতে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম এবং গ্রাহকসেবা চরমভাবে বিঘিœত হচ্ছে, যা কোনমতেই গ্রহণযোগ্য নয়। কর্মসূচি পালনের নামে অনেকে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে লিপ্ত হচ্ছেন। এতে একদিকে গ্রাহকসেবা যেমন বিঘিœত ও বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে তেমন সরকারের ভাবমূর্তিও চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। বিজ্ঞপ্তি
ইতোমধ্যেই পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়াবলী নিয়ে একটি মত বিনিময় সভা গত ১০ মে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব (রুটিন দায়িত্ব)-এর সভাপতিত্বে বাপবিবোর্ডের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। এতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীরা তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে বক্তব্য উপস্থাপন রাখেন।
এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজারগণের সঙ্গে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সুপারিশ প্রণয়নে বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি হিসেবে ২ জন সিনিয়র জেনারেল ম্যানেজার ও ২ জন সমিতি বোর্ড সভাপতি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামি ৫জুলাই শুক্রবার বিকাল ৪টায় পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে সামগ্রিক পরিস্থিতির উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, বিপিএএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের যৌক্তিক দাবির বিষয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড সর্বদাই সহানুভূতিশীল।
এ অবস্থায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃত্ত কর্মকর্তা/কর্মচারীদের কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি/অফিস শৃঙ্খলা পরিপন্থি/ফৌজদারী অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হয়ে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সহায়ক ভূমিকা পালনের অনুরোধ করা হয়েছে।