রথযাত্রার দিন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম অফিস : সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার দিন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)। পাশাপাশি রথযাত্রার দিন সরকারি ছুটিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি তুলে ধরে ইসকন পরিচালিত শ্রী শ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ গদাধর দাস বলেন, আগামী ৭ জুলাই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। আর ১৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও রথযাত্রার দিন চট্টগ্রামে বড় আকারে শোভাযাত্রার কর্মসূচি নিয়েছে ইসকন। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ৭ জুলাই নগরীর ডিসি হিল থেকে রথযাত্রা শুরু হয়ে চেরাগি, আন্দরকিল্লা, লালদিঘী, কোতোয়ালি, নিউমার্কেট, বোর্স ব্রাদার্স হয়ে নন্দনকানন গিয়ে শেষ হবে। একইভাবে ১৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
এ সময় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, নগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।