×

খবর

রিয়াজউদ্দিন বাজারে অবৈধ ভবন ভাঙবে সিডিএ

Icon

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম অফিস : নগরের রিয়াজউদ্দিন বাজারকে অগ্নিঝুঁকি কমাতে এবং ঝুঁকিপূর্ণ ভবন নিরুপণে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে নতুন জরিপ করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। জরিপের পর সংস্থাটির নিয়ম না মেনে যেসব ভবন গড়া হয়েছে সেসব ভবন এবং অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান। রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক দিনমনি শর্মার সঙ্গে গত রবিবার এ বৈঠক করেন সিডিএ চেয়ারম্যান। বৈঠকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা জানান, রিয়াজউদ্দিন বাজারে প্রায় ১৩ হাজার ৫৪৭টি দোকান রয়েছে। অধিকাংশ জায়গায় ফায়ার সার্ভিসের উদ্ধার সরঞ্জাম পৌঁছানো অসম্ভব।

সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুকূপ উপহার দিয়ে যেতে পারি না। আমাদের সুন্দর ও পরিকল্পিত নগরী উপহার দিয়ে যেতে হবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য যৌথভাবে কাজ করবেন বলে সিডিএর চেয়ারম্যানকে আশ্বস্ত করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। বৈঠকে বহু তল ভবন নির্মাণের অনুমোদনের জন্য রাস্তা অবশ্যই ২০ ফুট রাখা, নির্মিত ভবনগুলোর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে সিডিএ অনুমোদনের অনুলিপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে প্রদান করার সিদ্ধান্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্, সচিব মোহাম্মদ মিজানুর রহমান, উপসচিব অমল গুহ, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ, নির্বাহী প্রকৌশলী আ হ ম মিছবাহ্ উদ্দিন অথরাইজড অফিসার-১ মো. হাসান, অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ওমর ফারুক ভূঁইয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাপানের শীর্ষ ১৬০০ কোম্পানিতে নারী সিইও মাত্র ১৩ জন

জাপানের শীর্ষ ১৬০০ কোম্পানিতে নারী সিইও মাত্র ১৩ জন

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App