ট্রেনে তরুণী ধর্ষণ খাবার সরবরাহকারী চার কর্মী ২ দিনের রিমান্ডে
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম অফিস : সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে ১৯ বছরের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চারজনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রেলওয়ে পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে গতকাল সোমবার দুপুরে এ আদেশ দেন চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন।
গ্রেপ্তার চারজন হলেন- মো. জামাল (২৭), মো. শরীফ (২৮), আব্দুর রউফ রাসেল (২৮) ও মো. রাশেদ (২৭)। তারা সবাই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান (ক্যাটারিং সার্ভিস) এস এ করপোরেশনের কর্মী।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম বলেন, চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।