আলোচনা সভায় বক্তারা
বিপ্লবের ইতিহাসে মৃত্যুঞ্জয়ী বীর সূর্য সেন
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে যে সব বাঙালি তরুণ মৃত্যুভয়কে তুচ্ছ করে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিপ্লবী, মহানায়ক মাস্টারদা সূর্য সেন। মাস্টারদার ইতিহাস, সংগ্রামের ইতিহাস। পরাধীনতা থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তি ছিল মাস্টারদার অন্যতম লক্ষ্য। গতকাল রবিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বিপ্লবী মাস্টারদা সূর্য সেন ও তার স্বদেশ প্রেম’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘর পর্ষদ সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. আব্দুর রাজ্জাক। আলোচক হিসেবে ছিলেন গবেষক ও লেখক অনুপম হায়াৎ। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। মূল প্রবন্ধ ও আলোচনায় বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের স্বদেশপ্রেম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অগ্নিযুগের এই বিপ্লবীর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে বক্তারা বলেন, মাস্টারদা মূলত শিক্ষকতা পেশায় এসেছিলেন তরুণ শিক্ষার্থীদের বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করতে এবং দেশপ্রেম জাগ্রত করার মাধ্যমে ব্রিটিশদের এ দেশ থেকে বিতাড়িত করতে। অবিভক্ত বাংলার মুক্তির বিপ্লবের ইতিহাসে আজো তিনি মৃত্যুঞ্জয়ী বীর।
বিপ্লবী মাস্টারদা সূর্য সেন স্বাধীনচেতা এ দেশের জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। নতুন প্রজন্মকে মাস্টারদা সূর্য সেনের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।