ভারতের জেআইএস বিশ্ববিদ্যালয়
সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ভারতের জেআইএস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ‘গেস্ট অব অনার’ হিসেবে যোগদান করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। গত শনিবার ভারতের কলকাতায় জেআইএস বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বার্ষিক সমাবর্তনে অংশ নেন উপাচার্য। বিজ্ঞপ্তি
‘গেস্ট অব অনার’ এর বক্তব্যে তিনি বলেন, আমাদের তরুণ গ্রাজুয়েটদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেছনের শক্তি এবং এটিকে পরিচালনায় যে দক্ষতা সেটিও নবীন গ্রাজুয়েটদের অর্জন করতে হবে।
আগামীর পৃথিবী তরুণরাই গড়বে উল্লেখ করে নতুন গ্রাজুয়েটদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, তোমাদের হাত ধরেই নতুন পৃথিবী সৃষ্টি হবে। তোমরাই আগামীর পৃথিবীর মালিক।
কোভিড উত্তর পৃথিবীতে যুদ্ধ নয়, মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, যুদ্ধের পৃথিবী আমাদের কাক্সিক্ষত নয়। মানবিক পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে নবীন গ্রাজুয়েটদের এগিয়ে আসতে হবে। নতুন পৃথিবীকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে- এটিই গ্রাজুয়েটদের আগামী দিনের সংকল্প হওয়া উচিত বলে মনে করেন উপাচার্য।
উপাচার্য ড. মশিউর রহমান সমাবর্তনে ‘গেস্ট অব অনার’ এর বক্তব্য শেষে নতুন গ্রাজুয়েটদের হাতে পদক ও সনদ তুলে দেন। জেআইএস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন ভারতের বোম্বের আইআইটি সাবেক পরিচালক অধ্যাপক সুভাশিষ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেআইএস বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর নিরাজ সেক্সান, নেপালের কাঠমাণ্ডু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ভোলা থাপা, গুজরাটের গান্ধীনগরের গুজরাট বায়োটেকনোলজি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক অরুন বন্দ্যোপাধ্যায়, যুক্তরাষ্ট্রের পদার্থবিদ অধ্যাপক তপন কুমার নায়েক প্রমুখ।