বিজিবির অভিযান
টেকনাফে ২ কেজির বেশি ক্রিস্টাল মেথ আটক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) আটক করেছে। গত শনিবার গভীর রাতে এই মাদক আটক করা হয়। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গত শনিবার গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ হাড়িয়াখালি সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি চালান চোরাইপথে মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন খবরে ব্যাটালিয়ন সদরের মাদক ও চোরাচালান প্রতিরোধী টহলদল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এরপর গভীর রাতে বিজিবি টহলদল তিনব্যক্তিকে একটি পোটলা হাতে নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধ অতিক্রম করে হাড়িয়াখালির দিকে আসতে দেখতে পায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির টহল দলের সদস্যরা ওই ৩ ব্যাক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরবর্তী সময়ে টহলদল ঘটনাস্থল তল্লাশী চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২ কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও একটি ধারালো কিরিচ উদ্ধার করে।