বশেমুরকৃবি
সিড টেকনোলজির ¯œাতকোত্তর ট্রেনিং সম্পন্ন
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) গতকাল রবিবার সিড টেকনোলজির ওপর সমাপনী অনুষ্ঠান হয়। ৩ মাসব্যাপী প্রশিক্ষণে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ২০ জন কর্মকর্তাদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, সভাপতি পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েস এবং অত্র অনুষ্ঠানের দুজন প্রশিক্ষক প্রফেসর ড. এম ময়নুল হক, প্রফেসর ড. এ কে এম আমিনুল ইসলাম এবং বিএডিসির প্রতিনিধি ড. নাজমুল।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, বীজ সংরক্ষণের জন্য গ্রাম্য পর্যায় থেকে উচ্চপর্যায় পর্যন্ত সুষ্ঠু ব্যবস্থা নেয়া প্রয়োজন। গুণগত বীজ দেখভালের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে (বিএডিসি) গভীরভাবে নজর দেয়ার আহ্বান জানান তিনি। তত্ত্বভিত্তিক জ্ঞানার্জনের চেয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনকে গুরুত্ব দিয়ে এ প্রশিক্ষণ ব্যবস্থাকে সময়োপযোগী করে তুলতে হবে বলে মন্তব্য করেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। বিজ্ঞপ্তি