×

খবর

দুদক

প্রথম নারী ডিজি শিরীন পারভীন

Icon

প্রকাশ: ০১ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক শিরীন পারভীনকে মহাপরিচালক (ডিজি) পদোন্নতি দেয়া হয়েছে। প্রথমবারের মতো দুদকের কোনো নারী কর্মকর্তাকে মহাপরিচালক পদে পদোন্নতি দিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদক সচিব খোরশেদা ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর তৃতীয় গ্রেডে শিরীন পারভীনকে মহাপরিচালক পদে পদোন্নতি দিয়ে এ আদেশ জারি করা হলো। এদিকে গতকাল মহাপরিচালক পদে দায়িত্ব পালনকারী সৈয়দ ইকবাল হোসেনের চাকরির মেয়াদ শেষ হয়। তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় এই পদে শিরীন পারভীনকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয়। দুদকে প্রেষণে বা পদোন্নতি পেয়ে আটজন মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে শিরীন পারভীনসহ তিনজন দুদকের নিজস্ব কর্মকর্তা। বাকি ৫ জনের মধ্যে চারজন প্রশাসন ক্যাডার থেকে দুদকে ডেপুটেশনে যোগ দিয়েছেন। আরেকজন বিচার বিভাগ থেকে নিয়োগ পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App