ফেসবুকে ধর্মীয় কটূক্তি
খুলনায় গণপিটুনিতে আহত কিশোর সেনা হেফাজতে
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বাবুল আকতার, খুলনা থেকে : খুলনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় গণপিটুনিতে আহত কিশোর উৎসব মণ্ডল বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। গত বুধবার রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম।
এদিকে আইএসপিআরের সহকারী পরিচালক পরিচালকের পক্ষে রাশেদুল আলম খান স্বাক্ষরিক এক বিজ্ঞাপ্তিতে জানানো হয়, গণপিটুনিতে আহত কিশোর উৎসব মণ্ডল সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত।
জানা যায়, উৎসব মণ্ডল মহানবী (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করে। গত বুধবার রাত পৌনে ৮টার দিকে কয়েকজন যুবক তাকে খুঁজে বের করে নগরীর সোনাডাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে যায়। এ খবর নগরীতে ছড়িয়ে পড়লে শত শত জনতা সেখানে উপস্থিত হন। পরে তারা ওই কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে আসেন। তারা উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভকারীরা সোনাডাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ের ৩য় তলায় উঠে ওই কিশোরকে গণপিটুনি দিয়ে আহত করে। এরপর ওই কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করে।