×

শেষের পাতা

কুমিল্লায় নিজ ঘর থেকে মা-ছেলেসহ তিন লাশ উদ্ধার

Icon

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এম ফিরোজ মিয়া, কুমিল্লা থেকে : হোমনায় মা-ছেলেসহ তিনজনকে নিজ ঘরে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার রাতের কোনো এক সময় তাদের হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে মরদেহগুলো খাটে ফেলে রাখা হয়।

নিহতরা হলেন ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৯ বছরের ছেলে সাহাব উদ্দিন এবং শাহপরানের মামোতো ভাই রেজাউল করিমের মেয়ে তিশা আক্তার (১৪)।

স্থানীয়দের বরাতে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, বড় ঘাগুটিয়া গ্রামে শাহপরান ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও প্রতিবেশী মামাতো ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধে ও মাথায় আঘাত করে হত্যা করে। এরপর গলায় ওড়না পেঁচিয়ে মরদেহগুলো খাটের ওপর ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কুমিল্লার জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মীর মহসিন বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে তিনজনের মরদেহ একই কক্ষে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সদস্যরা মরদেহগুলো উদ্ধার করে। তিনটি মরদেহের মাথায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক তদন্তে তাদের হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে।

তিনি বলেন, এরই মধ্যে আমরা ঘটনার তদন্ত শুরু করছি। মরদেহগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি জয়নাল আবেদীন বলেন, হত্যার পর তিনজনের মরদেহ একই খাটের উপর ফেলে যাওয়া হয়েছে। শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে তাদের। হত্যার নেপথ্যের কারণ এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

টিভিতে আজ যা দেখবেন

টিভিতে আজ যা দেখবেন

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App